বাংলার সময় নারিকেল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, আটক ১
২৮-১১-২০২০, ২০:৩৭
মমিনুল ইসলাম মঞ্জু

নারিকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক হাবিবুর রহমান ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া ফকিরপাড়া গ্রামের অধিবাসী মৃত সায়েদ আলীর ছেলে। তিনি দু’সন্তানের জনক।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক হাবিবুর রহমান ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া ফকিরপাড়া গ্রামের অধিবাসী মৃত সায়েদ আলীর ছেলে। তিনি দু’সন্তানের জনক।
রোববার (২৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক আতিক।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৫ বছর বয়সী কন্যা শিশুটি বাড়ির পাশে খোলা মাঠে খেলছিল। এ সময় প্রতিবেশী হাবিবুর রহমান নারিকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে বাড়ির বাইরে রেখে পালিয়ে যায় হাবিবুর রহমান। পরে শিশুটির মা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা সদরের জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ওই ধর্ষককে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার দায়ের হওয়ার সাথে সাথে ধর্ষককে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ধর্ষক হাবিবুর রহমানকে চর বলদিয়া ফকিরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।