বাংলার সময় বগুড়ায় সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম
২৮-১১-২০২০, ১১:২৬
বগুড়া প্রতিনিধি
আশপাশের বিল ও জলাশয়ের পানি কমায় বগুড়ার পাইকারি মাছের বাজারে সরবরাহ বেড়েছে। এতে দেশি মাছের দাম কমেছে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। পাইকারি ক্রেতা এবং আড়তদার কম দামে মাছ কিনতে পেরে খুশি।
শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে প্রতিদিন ভোর থেকে বগুড়ার চাষি পাইকারি মাছের বাজারে আসতে শুরু করেন মাছ চাষিরা। আড়তদারদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে পাইকারি বাজার।
জেলার দূর-দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা আসেন এখানে মাছ কিনতে। আড়ততে পছন্দের মাছ কম দামে কিনতে পেরে সন্তুষ্ট তারা। এক পাইকারি ক্রেতা বলেন, মাছের সরবরাহের সঙ্গে দামও হাতের নাগালে।
যমুনা নদী, চলনবিলসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারে। মোয়া, ঢেলা থেকে শুরু করে চিতল, বোয়াল আইর সব প্রজাতির মাছ বিক্রি হয় এ বাজারে। বেচাকেনা ভালো হওয়ায় খুশি আড়তদাররা।
এক আড়তদার বলেন, মাছ বিক্রি করছি লাভে। প্রতিদিন মাছে ৪ থেকে ৫ টাকা করে লাভ করছি। এতে আমরা খুবই খুশি।
বাজারে প্রতি কেজি বোয়াল ও আইল ৫০০-৬০০ টাকা, রুই কাতলা ২০০-৩০০ টাকা, মাগুর, কই, শিং ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হয়। প্রতিদিন এই পাইকারি মাছ বাজারে মাছ বিক্রি হয় প্রায় কোটি টাকার।