বাণিজ্য সময় যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে-তে অনলাইনে কেনাকাটার রেকর্ড
২৮-১১-২০২০, ০৬:৪৮
বাণিজ্য সময় ডেস্ক

এ বছর থ্যাংকসগিভিং ডে-তে অনলাইনে কেনাকাটায় নতুন রেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম ব্যবহার ওই একদিনে মার্কিন নাগররিকেরা কেনাকাটা করেছেন ৫.১ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে অ্যাডোবি এনালাইটিকস।
প্রতি বছর নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আর অক্টোবরের ২য় সোমবারে কানাডায় এই দিনটি পালন করা হয়। থ্যাংকস গিভিং দিবসকে দ্য টার্কি ডে-ও বলা হয়ে থাকে। এটা অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, বাঙালির নবান্ন উৎসবের মতো।
এমনিতে করোনার কারণে নানা বিধি নিষেধ আরোপ ও সেলফ কোয়ারেন্টিন মেনে চলতে হওয়ায় দোকানে দোকানে না ঘুরে মার্কিনিরা অনলাইনে কেনাকাটায় বেশি আগ্রহী। এর সঙ্গে তাদের কেনাকাটায় শুধু যোগ হয়েছে এমন একটা উৎসব।
অ্যাডোবি বলছে, এবারের থ্যাংকসগিভিং ডে-তে কেনাকাটার পেছনে মার্কিন নাগরিকেরা গত বছরের তুলনায় ২১.৪ শতাংশ বেশি ব্যয় করেছে। গতবার এই একদিনে তারা ৪.২ ডলারের পণ্য কিনেছিলেন। আর অনলাইনে কেনাকাটার প্রায় অর্ধেক ক্রয়াদেশ (অর্ডার) দেয়া হয়েছে স্মার্টফোনে।
মার্কিন খুচরা ব্যবসায়ীরাও এই দিনসহ ব্লাক ফ্রাইডে, স্মল বিজনেস সাটারডে এবং সাইবার মনডে উপলক্ষে বিক্রি বাড়াতে মূল্যছাড়ের মতো সুযোগ বাড়িয়ে থাকে। এবার প্রতিটি এমন বিশেষ দিনেই বিক্রির পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।