খেলার সময় বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
২৭-১১-২০২০, ২০:২২
খেলার সময় ডেস্ক

ক্রিকেট-ফুটবল-হকির পর করোনাকালে মাঠে ফিরেছে অ্যাথলেটিকসও। প্রায় পাঁচ শতাধিক অ্যাথলিটের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এবারের আসর। যেখানে ছেলেদের ক্যাটাগরিতে সবাইকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন, পাবনা ক্রীড়া সংস্থার আল মামুন। দ্বিতীয় হয়েছেন খুলনা ক্রীড়া সংস্থার মো. আরিফুল ইসলাম ও তৃতীয় হয়েছেন নাটোরের রিপন হোসেন।
নারীদের ক্যাটাগরির এই ইভেন্টের স্বর্ণ গেছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার তানজিনা আক্তারের ঝুলিতে। আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নড়াইলের নন্দীনি কর্মকার ও শ্রাবন্তী কর্মকার। ছেলেদের হাইজাম্পে স্বর্ণ জিতে নেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সেলিম রেজা।
দুদিনব্যাপী আয়োজন শেষ হবে শনিবার (২৮ নভেম্বর)। যেখানে দুদিনে ২২টি ক্যাটাগরিতে নিষ্পত্তি হবে ৬৬টি পদকের।