খেলার সময় সাইকেল র্যালিতে সচেতনতার আহ্বান
২৭-১১-২০২০, ১৫:৪৫
খেলার সময় ডেস্ক
করোনার প্রাদুর্ভাব, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেলো সাইকেল র্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সচেতনতার বার্তা নিয়ে সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাইক্লিস্টরা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করোনা মহামারি থেকে রক্ষার মূল উপায়। এ জন্য জন্য দরকার নিয়মিত শারীরিক পরিশ্রম। সাইকেল চালানোর মাধ্যমে শারীরিক পরিশ্রম আর রোগ প্রতিরোধ ক্ষমতা দুটোই হয় একসাথে। সাইকেল র্যালির মাধ্যমে এই বার্তাটিই পৌঁছে দেন সাইক্লিস্টরা। সচেতনতার বার্তা নিয়ে সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সাইক্লিষ্টরা।
সাইকেল ব্যবহারে মানুষের আগ্রহ সৃষ্টির পাশাপাশি করোনায় স্বাস্থ্যবিধি, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
ময়মনসিংহ সাইক্লিস্টস ও ঢাকা রাউন্ড টেবিলের আয়োজনে সাইকেল র্যালিতে দুই শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।