খেলার সময় ম্যারাডোনাকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করলো ফিফা
২৭-১১-২০২০, ১৩:৪৬
খেলার সময় ডেস্ক
আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দিয়েগো ম্যারাডোনা। এই ফুটবল নক্ষত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্ব ক্রীড়াঙ্গনে। নানাভাবে ম্যারাডোনাকে স্মরণ করছে বিভিন্ন সংগঠন, ভক্তরা। ফিফার পক্ষ থেকেও ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানো হয়। হোম অব ফিফার পতাকা অর্ধনমিত রাখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এক টুইট বার্তায় ফিফা জানায়, ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তীর স্মরণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার হেড কোয়ার্টারে পতাকা অর্ধনমিত রাখা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাতে হার্ট অ্যাটাকে মারা যান ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা।