খেলার সময় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা
২৭-১১-২০২০, ১১:০৯
খেলার সময় ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। বিসিসিআই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তবে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার সম্ভাবনাও জেগেছিল তার।
বিবৃতিতে বলা হয়, 'ইশান্ত তার সাইড স্ট্রেইন থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। টেস্ট ম্যাচের ফিটনেস অর্জনের জন্য তিনি এখন নিজের কাজের চাপ বাড়িয়ে দিচ্ছেন।'
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিত শর্মার অংশগ্রহণ এখনও অনিশ্চিত। ১১ ডিসেম্বর তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। এরপরে অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত জানাতে পারবে বোর্ড।
আগামী ১৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে চার ম্যাচের টেস্ট সিরিজটি। এর আগে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।