মহানগর সময় চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে যুবকদের মধ্যে
২৭-১১-২০২০, ১০:২৫
পার্থ প্রতীম বিশ্বাস
চট্টগ্রামে গত ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। সেই সাথে ১ হাজার ১০০ মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে যুবকদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। সিভিল সার্জন বলছেন, সচেতনতা ছাড়া কোনভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়।
শীত যতো বাড়ছে ততোই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি নিয়ে করোনা পরীক্ষা করাতে ভিড় করছেন রোগীরা।
বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। আর ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণদের আক্রান্তের হার ২১ শতাংশ। গত ১০ দিনে ১ হাজার ১০০ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তের হার বাড়ায় আতঙ্কে পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ ও প্রবাসীরা।
গত দশ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, গত দুই মাসের তুলনায় করোনা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এছাড়া আইসিইউতেও রোগীর সংখ্যা বেড়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও মাস্ক পরা ছাড়া কোনভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়।
চট্টগ্রামে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮২ জনে।