বাংলার সময় পঞ্চগড়ে পাহাড়ি হিমেল হাওয়া বয়ে আনছে শীত
২৭-১১-২০২০, ১০:১৫
আব্দুর রহিম

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা ওঠা-নামা করছে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় পঞ্চগড়ে শীত বাড়ছে। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীত।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
সকালে কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা রয়েছে। শীতের হাত থেকে বাঁচার জন্য অসহায় দুস্থরা দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।