খেলার সময় মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল চট্টগ্রাম সেনানিবাসে
২৭-১১-২০২০, ০১:৪৫
খেলার সময় ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মুজিববর্ষ সাইক্লিং এক্সপোডিশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তেতুলিয়া থেকে যাত্রা শুরু করে ৮০৪ কিলোমিটার অতিক্রম করে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছায় সাইক্লিং দলটি।
এ উপলক্ষে তেতুলিয়া হতে যাত্রা শুরু করে ৮০৪ কিলোমিটার অতিক্রম করে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছায় সাইক্লিং দলটি। দলের আগমনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের ও এরিয়া কমান্ডার।
গত ৮ নভেম্বর তেতুলিয়া যাত্রা শুরু করে সাইক্লিষ্টরা। যা আগামী ৩ ডিসেম্বর টেকনাফে যেয়ে সমাপ্ত হবে। ১০টি ধাপে এই এক্সপডিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় ১০৩ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করে।