বাংলার সময় হিলিতে মাদকসহ আটক ৩
২৭-১১-২০২০, ০১:৩৪
হিলি প্রতিনিধি

হিলিতে মাদকসহ তিন চোরাকারবারিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাবিনা ইয়াসমিন (২৬), মুক্ত বেগম (২৯) ও টগর হোসেন (৩২)।
হিলি হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, লোহার পাইপে অভিনব কায়দায় রিকশায় করে মাদক নিয়ে যাচ্ছে এমন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল রিকশা আটকে টগর নামে একজনকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকসহ আরো দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।