মহানগর সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দুদকের
২৬-১১-২০২০, ১৬:০৪
মহানগর সময় ডেস্ক

দুবাই ও সিঙ্গাপুরে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ২৩৬ কোটি টাকা পাচার এবং আত্মসাতের অভিযোগে আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওহিদুল হক ও ৯ পরিচালকসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুদকের ঢাকা কার্যালয় এ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে এসব মামলা করেন।
এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিম্যাটসিটি জেনারেল ট্রেডিং এলএলসি, এটিজেড কমিউনিকেশন লিমিটেড এবং ইউরো কারস হোল্ডিং প্রাইভেট লিমিডেটকে ব্যবহার করে সিঙ্গাপুর ও দুবাইয়ে ঋণের আড়ালে অর্থপাচারের অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানসহ আরব বাংলাদেশ ব্যাংকের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে।