বিনোদনের সময় ব্যতিক্রমী শুটিং করছেন অনন্ত জলিল (ভিডিও)
২৫-১১-২০২০, ১৬:৫০
বিনোদন প্রতিবেদক

তুরস্কে নতুন সিনেমার চিত্রায়ণ করছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন-দ্য ডে’ সিনেমার চিত্রায়ণ গত ৩০ অক্টোবর থেকে তুরস্কের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। চিত্রায়ণে অংশ নিতে গত ২৮ অক্টোবর তুরস্কে পাড়ি জমিয়েছেন অনন্ত জলিল, বর্ষা ও তাদের টিম।
সম্প্রতি তুরস্কে চিত্রায়ণের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন অনন্ত জলিল। তাতে দেখা গেছে, পুলিশ স্টেশনের একটি দৃশ্য ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউনিট। ভ্যানে বসে নিজের মেকআপ ঠিক করে নিচ্ছেন অনন্ত জলিল। তার পাশেই বসা সিনেমার নায়িকা বর্ষা। মেকআপের ফাঁকে ইংরেজি টিমের একজনের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে নিলেন অনন্ত।
অন্য একটি ভিডিও দুর্দান্ত অ্যাকশন করতে দেখা গেছে অনন্তকে। ভিডিওতে অনন্ত জানান, খুব ঠাণ্ডায় শুটিং করছেন তারা। দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই এত সব আয়োজন।
প্রায় দুই বছর ধরে এ সিনেমার কাজ চলছে বলে জানা গেছে। বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতন, আদম পাচার, মাদকের আধিপত্য ও চোরাচালান- এসব নিয়ে ‘দিন-দ্য ডে’ সিনেমার গল্প। এটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মোস্তফা অতাশ জমজম। অনন্ত জলিল ও ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ।