আন্তর্জাতিক সময় ঘূর্ণিঝড় নিভার ঠেকাতে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি
২৫-১১-২০২০, ১১:২৫
আন্তর্জাতিক সময় ডেস্ক

আরও শক্তিশালী আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় নিভার। ঝড়টি ক্রমশ ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে বলে জানা গেছে।
এদিন সন্ধ্যায় ভারতের পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূলের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়টি। এ সময় এর গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। যা দমকা হাওয়াসহ বেড়ে ১৪৫ কিলোমিটারও হতে পারে।
তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ২৫ নভেম্বরের ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
ভারতের আইএমডি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দক্ষিণের উপকূলবর্তী রাজ্য গুলিতে ঘূর্ণিঝড় ‘নিভারের’ গতিবেগ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সঙ্গে সঙ্গী হতে পারে প্রবল বৃষ্টি।
রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরিতে। এই সময়ে সমস্ত দোকান বন্ধ থাকবে। তবে দুধের দোকান, পেট্রোল পাম্প খোলার অনুমতি রয়েছে।
বাতিল করা হয়েছে একাধিক বিমানও। বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে সেখানে।