প্রবাসে সময় ইমিগ্রেশন ঝামেলা নিয়ে দুবাই প্রবাসীদের ক্ষোভ
২৫-১১-২০২০, ১০:৫৪
প্রবাস সময় ডেস্ক

ভিজিট ভিসার যাত্রীদের বাংলাদেশের ইমিগ্রেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে ধীরে ধীরে ক্ষোভের সঞ্চার হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, এই হয়রানী বন্ধ না হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশীদের মুখে মুখে এখন আলোচনার বিষয় ইমিগ্রেশনে হয়রানি।
কর্তৃপক্ষের কাছে ভিজিট ভিসায় আগত যাত্রীদের আত্মীয়স্বজন বা নিয়োগকর্তার দেয়া অঙ্গীকারনামা দেয়া সত্ত্বেও কেনো এই হয়রানি তা এখন বড় প্রশ্ন প্রবাসিদের কাছে।
দুবাই বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ইয়াকুব সৈনিক বলেন, 'কিছু অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তা বর্তমানে এয়ারপোর্টে আমাদের প্রবাসীদেরকে হয়রানি করছেন।'
আজমান বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, 'এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থে, রেমিট্যান্স বৃদ্ধির স্বার্থে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এ সমস্যার সমাধান করুন।'
এ অবস্থায় আরব আমিরাতের ব্যবসায়ী সংগঠনগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
দুবাই বাংলাদেশ সমিতির সদস্য-সচিব নাছের রেজা খান বলেন, 'আমরা সবসময় আবেদন করব প্রধানমন্ত্রী উনি যেন এসেব বিষয় নিয়ে চিন্তা করেন। '
দুবাই বাংলাদেশ স্পোর্টস ক্লাব থেকে হাবিবুর রহমান বলেন, 'সিলেট-ঢাকা-চিটাগাং সব এয়ারপোর্টে টাকা ছাড়া কেউ আসতে পারতেছে না।'
ভিজিট ভিসায় চলমান সমস্যা নিরসনে বেশকিছু কার্যক্রম হাতে নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত।