তথ্য প্রযুক্তির সময় ফিরছে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া গেম’
২৫-১১-২০২০, ১০:১৩
তথ্য প্রযুক্তির সময়

প্লেয়ার আননোন ব্যাটেলগ্রাউন্ড বা পাবজি। নামটা কারও অজানা নয়। বিশ্বজুড়ে এই গেমের বেশ জনপ্রিয়তা রয়েছে। এরমধ্যে ভারত অন্যতম। বেশ কয়েকমাস আগে ভারতে অফিসিয়ালি পাবজি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে আবারও ভারতে পাবজি চালু হতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে, পাবজি কর্পোরেশন 'পাবজি মোবাইল ইন্ডিয়া'কে কোম্পানির রেজিস্ট্রেশন দিয়েছে। ফলে এটি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারের নথিভুক্তি হয়েছে। এর ফলে এ ভারতে আবারও ফিরে আসছে 'পাবজি মোবাইল ইন্ডিয়া গেম'!
চলতি বছরের প্রথম দিকে ভারতের বাজারে 'প্লেয়ার আননোন ব্যাটেলগ্রাউন্ডসে' নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি এই গেম নিয়ে দেশটির একটি প্রজন্মের মধ্যে অভূতপূর্ব আলোড়ন দেখা গিয়েছে।
এই রেজিষ্ট্রেশন এর মধ্য দিয়ে তাদের অপেক্ষা সম্ভবত এ বর শেষ হতে চলেছে। জানা গেছে, প্রথম দফাতেই প্রায় ৬ কোটির ব্যবসা-পরিকল্পনা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গেমটির কিছু বিশেষ ক্যাটেগরি থাকবে এমনকি থাকবে ক্যাশ প্রাইজও।
টুইটারে একজন 'ESPORTS'-এর কথা উল্লেখ বলেছেন, এটা একটা নতুন যুগের সূচনা করতে চলেছে।
কয়েকদিন আগে অবশ্য গেমটির বহু আকাঙ্ক্ষিত একটি ট্রেলারও প্রকাশিত হয়েছিল। তবে পরে সেটা 'ফেক' বলেও অনেকে দাবি করেছেন।
পাবজি প্লেয়ারের অনেকে দাবি করেছেন, পাবজির অফিসিয়াল ওয়েবসাইটের নতুন সেকশনে 'ডাউনলোড' অপশনটাকে দেখা যাচ্ছে। তবে সে অপশনটি কাজ করছে না বলেও তারা জানান।