তথ্য প্রযুক্তির সময় শাওমি নিয়ে এলো পোকো এম৩ স্মার্টফোন
২৪-১১-২০২০, ১৯:১৯
তথ্য প্রযুক্তির সময়

এম সিরিজের তৃতীয় মডেলের স্মার্টফোন পোকো এম৩ নিয়ে এলো চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মঙ্গলবার(২৪ নভেম্বর) চীনে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।
নতুন এই স্মার্টফোনটি আগামী ২৭ নভেম্বর থেকে বিশ্ববাজারে পাাওয়া যাবে। চলতি বছরের শুরুতেই পোকো এম ২ এবং পোকো এম ২ প্রো বাজারে এনে ব্যাপক সাড়া ফেলে শাওমির নিজস্ব ব্র্যান্ড পোকো গ্লোবাল।
তিন কালারের পোকো এম ৩ স্মার্টফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ নকশার ফুল এইচডি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
এছাড়া, থাকছে ডুয়েল স্পিকার ও ১৮ ওয়াট দ্রুত চার্জ সমর্থিত ৬ হাজার মিলিঅ্যাম্পায়ার লায়ন ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম পড়বে ১২ হাজার ৬৫০ টাকা।
সূত্র: জিএসএমঅ্যারেনা