আন্তর্জাতিক সময় পাথর সংগ্রহে চীনের ঐতিহাসিক চন্দ্রাভিযান
২৪-১১-২০২০, ১৮:৩১
আন্তর্জাতিক সময় ডেস্ক

প্রায় অর্ধ শতক পর চাঁদ থেকে পাথর সংগ্রহে অভিযান চালিয়েছে চীন। মঙ্গলবার (২৪ নভেম্বর) মানুষবিহীন চ্যাং'ই-ফাইভ নামের যানটির সফলভাবে উৎক্ষেপণ করে দেশটি। পাথরের পাশাপাশি চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করবে নভোযানটি।
চীনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে চ্যাং'ই-ফাইভ যানের উৎক্ষেপণ করা হয়। ৪০ বছরেরও বেশি সময় পর মহাকাশে চীনের এটিই প্রথম সবচেয়ে কষ্টসাধ্য ও কঠিন অভিযান যার মাধ্যমে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষা সফল হলে এটিই হবে মানুষবিহীন নমুনা ফিরিয়ে আনার প্রথম কোনো অভিযান।
২০ দিন ধরে চলবে এই চন্দ্রাভিযান। চাঁদের উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়ের সমুদ্র নামে পরিচিত পাশ থেকে প্রায় ২ কেজি নমুনা সংগ্রহ করা হবে। চাঁদ থেকে সংগৃহীত নমুনা চাঁদের উৎস ও গঠন বোঝার কাজে সাহায্য করবে বলে জানিয়েছে গবেষকরা।
অভিযান শেষে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে চ্যাং'- ফাইভ নমুনা সংগ্রহ করে চীনের উত্তরাঞ্চলে অবতরন করবে বলে আশা করা হচ্ছে।
অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ যারা চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে। ২০১৩ সালে পাঠানো চ্যাংই'-থ্রির পশ্চিমপাশে অবতরণ করবে এবারের চ্যাং'ই-ফাইভ। এর আগে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন অভিযান চালালেও এই অঞ্চল থেকে এখনো নমুনা সংগ্রহ করা হয়নি। ফলে চীনের সংগৃহীত নমুনার বিশেষ বৈজ্ঞানিক মূল্য থাকবে বলে আশা করছেন গবেষকরা।