খেলার সময় ফখরকে ছাড়াই নিউজিল্যান্ডে পাকিস্তান দল
২৪-১১-২০২০, ১৩:২৪
খেলার সময় ডেস্ক

তিনটি টি-টোয়েন্টি এবং দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে পাকিস্তান। সফরের আগে রুটিন করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ প্রমাণিত হন। কিন্তু দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি ফখর জামান। ফলে এই সিরিজ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বর্তমানে ফখর জামান পাকিস্তানে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন। পাকিস্তান জাতীয় দলের চিকিৎসক জানিয়েছেন, 'ফখরের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। তবে হঠাৎ জ্বর আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার এ খবর পাওয়া মাত্রই হোটেলের বাকি সদস্যদের থেকে আলাদা করা হয়েছে।'
তবে জামানের অনুপস্থিতিতে তার বদলি কে হবেন সেটি এখনও জানানো হয়নি। আসন্ন সিরিজে বাঁহাতি ওপেনারকে টি-টোয়েন্টি দলের জন্য রাখা হয়েছে শুধু।
আগামী ১৮ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে দু'দলের সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর সাদা পোশাকের লড়াইয়ে নামবে এই দুই দল।