আন্তর্জাতিক সময় জন কেরিতেই বাইডেনের ভরসা
২৪-১১-২০২০, ১২:০৯
আন্তর্জাতিক সময় ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে জো বাইডেনের ট্রানজিশনাল টিম বাইডেনের কেবিনেট ও উপদেষ্টা পরিষদে স্থান পাবেন এমন কয়েকজনের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে এসেছে জন কেরির নামও।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক ব্লিংকেন। অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসেই তিনিই প্রথম নারী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে জন কেরির কাজের অভিজ্ঞতা আগেও ছিল। ২০১৬ সালে বারাক ওবামার নেতৃত্বাধীন সরকারে জন কেরি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে প্যারিস শান্তি চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় বৈশ্বিক উষ্ণতা কমাতে কাজ করবে জাতি রাষ্ট্রগুলো।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক উষ্ণতার মতো বিষয়গুলোকে অগ্রাহ্য করার চেষ্টা করেছেন। সবশেষ চলতি মাসেই বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্যারিস চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
সোমবার বাইডেন মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, ‘আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।’
জো বাইডেন মন্ত্রিসভার অন্য সদস্যরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।