খেলার সময় মাঠের লড়াইয়ে ফিরছেন সাকিব
২৪-১১-২০২০, ১০:৪৫
খেলার সময় ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ বঙ্গবন্ধু টি-২০ কাপে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তার দল জেমকন খুলনা। দিনটিকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তামিম ইকবাল। সাকিবের উপস্থিতি শোভা বাড়াবে পুরো টুর্নামেন্টের, মন্তব্য মুশফিকুর রহিমের। আর তাঁর দল খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ'র বিশ্বাস, প্রত্যাবর্তনেই বাজিমাত করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা উঠে গেছে প্রায় ১ মাস হতে চললো। কিন্তু ২২ গজে পুরনো রূপে সাকিব আল হাসানকে দেখা যায়নি। অবশেষে ফুরোচ্ছে সাকিবের মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা।
দেশে ফেরার পর থেকেই তিনি থেকেছেন শিরোনামে। এবার বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট শুরুর আগেও, সব আলো সাকিব আল হাসানের দিকে।
সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেলো বছরের অক্টোবরে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দীর্ঘ বিরতি গেছে। তবে সাকিবকে ভালো চেনা তাঁর দেড় দশকের সতীর্থদের। বঙ্গবন্ধু টি-২০ কাপে তামিম-মুশফিকরা তার প্রতিপক্ষ হলেও বিশ্বসেরার ফেরার প্রাক্কালে সবার কণ্ঠেই সাকিব স্তুতি।
তামিম ইকবাল বলেন, 'এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ দিন। সমর্থকদের অপেক্ষার অবসান। চেষ্টা করবো যত কম ইমপ্যাক্ট ফেলে। খুশি সে ফিরছে। স্বরূপে দেখার প্রত্যাশা।'
মুশফিকুর রহিম জানান, 'বিশ্ব ক্রিকেট অপেক্ষা করছে, এক নম্বর খেলোয়াড়। সবাই লাকি। পুরা টুর্নামেন্টের জন্য বড় পাওয়া। নতুনদের জন্য শেখার সুযোগ। এবার বিদেশি নাই। শেয়ার করা ও শেখার সুযোগ আছে।'
সবারই প্রত্যাশা সাকিবের প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। ব্যতিক্রম নন তার দল খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের সেরা ক্রিকেটারকে নিয়ে তার প্রত্যাশাটা আকাশচুম্বী।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'সাকিবের গুরুত্ব আমরা সবাই জানি। আমরা সবাই খুশি। ব্যাক করেছে, আমাদের টিমে খেলছে। সাকিবের ক্যালিবার নিয়ে কোনো প্রশ্ন নেই। অর্জন-পারফরম্যান্সই বলে দেয়। প্রথম ম্যাচেই আশা করি ভালো করবে। মুখিয়ে আছে ভালো খেলতে।'
ফেরার দিনে দারুণ এক মাইলফলক হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র ৩০ রান করলেই স্বীকৃত টি-২০'তে আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩০০ উইকেট অর্জনের কীর্তি গড়বেন সাকিব।