খেলার সময় টাঙ্গাইলে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার ও নারী ফুটবলাররা
২৪-১১-২০২০, ০৯:৫৩
কাদির তালুকদার

টাঙ্গাইলে আবারও সরগরম ক্রীড়াঙ্গন। করোনা পরিস্থিতিতে শারীরিক ফিটনেস ফেরাতে ভোরের আলো ফোটার সঙ্গে টাঙ্গাইলে আউটার স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার ও নারী ফুটবলাররা। এদিকে ক্রিকেট ও ফুটবল অনুশীলনে মাঠের সমস্যা আর স্বজনপ্রীতির অভিযোগ নারী ফুটবল কোচ ও ক্রিকেট প্রশিক্ষকের।
দীর্ঘদিন করোনায় ঝিমিয়ে পড়ার পর আবারও টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন সরগরম হয়ে উঠেছে। এত দিনের ক্ষতি পুষিয়ে নিতে সকাল-বিকেল দুই বেলা নিয়মিত অনুশীলন করছে উঠতি খেলোয়াড়রা।
ভোরেই শুরু হয় প্রশিক্ষণ। নিজেদের তুলে ধরতে সব চেষ্টাই করছে তারা। প্রশিক্ষকও বাড়তি সময় দিয়ে তাদের প্রস্তুত করছেন।
আস্তে আস্তে শারীরিক ফিটনেস ফিরে পাওয়ায় খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তারা। তবে অনুশীলনের জন্য ভালো ও পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। জেলার স্টেডিয়ামটি দীর্ঘদিন পড়ে থাকলেও উদীয়মান খেলোয়াড়দের অনুশীলনের জন্য ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ খেলোয়াড়দের।
তারা বলেন, আমরা অনুশীলন করছি। ফিটনেস ফিরে আসছে। তবে মাঠের সমস্যা রয়েছে। আমাদের অনুরোধ, অনুশীলনের জন্য আমাদের মাঠ দেওয়া হোক।
এদিকে অভিভাবকরা তাদের সন্তানদের প্রশিক্ষণ করাতে এসে নানা সমস্যার কথা জানিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা বলেন, অনুশীলনটা বাইরে করতে হচ্ছে। এটা ভেতরে হলে আরও একটু ভালো হতো।
এদিকে নারী ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষক স্টেডিয়াম ব্যবহার করতে না দেওয়াসহ স্বজনপ্রীতির অভিযোগ করেছেন জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট বোর্ডের জেলা কোচের বিরুদ্ধে।
নারী ফুটবল দলের ম্যানেজার মুন্নি মোনালিসা বলেন, মাঠের সংকট রয়েছে। ফুটবলের জন্য একটা আলাদা মাঠ দরকার।
টাঙ্গাইলের ক্রিকেট কোচ মো. ইসলাম খান বলেন, কর্তৃপক্ষের কাছে অনুরোধ তারা যেন পর্যাপ্ত সুযোগ-সুবিধা পায়।
টাঙ্গাইলে মোট ৩টি ক্রিকেট কোচিং সেন্টার রয়েছে। এতে প্রায় ৫ শতাধিক প্রশিক্ষণার্থী ছেলেমেয়ে রয়েছে।