আন্তর্জাতিক সময় করোনা সচেতনতায় ‘অ্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন নিউইয়র্ক গভর্নর
২৩-১১-২০২০, ২১:১৮
লস্কর আল মামুন

প্রথমবারের মতো নেতৃত্বের জন্য অ্যামি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। করোনা মোকাবিলায় নিয়মিত লাইভে এসে জনসচেতনতামূলক বক্তব্য দেন তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল একাডেমির প্রেসিডেন্ট ও সিইও ব্রুস পাইসনার জানান, গভর্নরের ১শ' ১১ দিন ধরে চলা নিয়মিত ব্রিফিং এত ভালো কাজ করেছে, যা টিভি শোগুলোও পারেনি। আর এজন্যই তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
গত ১২ দিনে যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। সংক্রমণের লাগাম টানতে ক্যালিফোর্নিয়ায় চলছে কারফিউ। মাসব্যাপী এ কারফিউ শুরু হয়েছে স্থানীয় সময় ২১ নভেম্বর শনিবার রাত ১০টা থেকে। চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এ কারফিউ।
তবে সংক্রমণ বাড়লে কারফিউের সময়কাল বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার মোট ৫৮টি কাউন্টির মধ্যে ঝূঁকিপূর্ণ ৪১টিতেই এই কারফিউ জারি করেন গভর্নর গ্যাভিন নিউসম।
এদিকে, আসন্ন থ্যাংকসগিভিং হলিডে, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উৎসব ও ইংরেজী নতুন বছর উদযাপনে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রজুড়ে কঠোর হচ্ছে বিধি নিষেধ।