বিনোদনের সময় আঁচলের ‘চিতকার’ শেষ
২৩-১১-২০২০, ১৬:১১
বিনোদন প্রতিবেদক

‘চিতকার’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। গেল শনিবার (২১ নভেম্বর) শেষ হয়েছে এ সিনেমার চিত্রায়ণ।
এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস সূত্রে।
সূত্র জানায়, ‘ভালোবেসে সখী’ শিরোনামের রবীন্দ্রসঙ্গীতের চিত্রায়ণের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হয়েছে ‘চিতকার’ সিনেমার। সীতাকুণ্ডের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। এতে অংশ নিয়েছেন আঁচল ও আজাদ।
এ সিনেমার জন্য ‘ভালোবেসে সখী’ রবীন্দ্রসঙ্গীতটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন পিন্টু ঘোষ এবং রোকন ইমন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শাদীদ আহমেদ অর্ণব। গানটি প্রসঙ্গে নির্মাতা জুয়েল বলেন, ‘নতুন ভাবে গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে। গানটি দেখে দর্শকরা খুবই আনন্দ পাবেন।'
সিনেমাটি প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘শুটিং শেষ করেছি। টিমের সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বুঝতেই পারিনি কখন শেষ হয়েছে। পরিচালক, সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, কোরিওগ্রাফার সকলেই অসাধারণ। শিগগিরই সিনেমাটি সেন্সরে যাওয়া কথা রয়েছে।’
আহাদুর রহমানের গল্পে নির্মিত ‘চিতকার’ সিনেমা এবং ‘ভালোবেসে সখী’ গানটি নিয়ে আশাবাদী আদর আজাদ। তার ভাষায়, ‘গানটি খুব সুন্দর হয়েছে। আশা করছি ভালো কিছুই দর্শকরা দেখতে পারবেন।’