আন্তর্জাতিক সময় মন্ত্রিসভার প্রথম সদস্যের নাম ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন
২৩-১১-২০২০, ১৪:০২
আন্তর্জাতিক সময় ডেস্ক

কাল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভার প্রথম সদস্যের নাম ঘোষণা করতে পারেন। এমন আভাস দিয়েছেন বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ রন ক্লেইন। এবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান রন ক্লেইন।
তবে কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ঘোষণা করা হবে, সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। জানা গেছে মন্ত্রিসভা গঠনের কাজ একেবারেই চূড়ান্ত করে ফেলেছেন সদ্য নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে বাইডেন যখন সরকার গঠনে ব্যস্ত ঠিক সে সময় ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, তার আমলে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে।
জোসেফ রবিনেট বাইডেন ১৯৪৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র ২৯ বয়সে তিনি মার্কিন ইতিহাসের কম বয়সী সিনেটরদের একজন সিনেট সদস্য হন। এবারের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে হতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম ও ৪৬তম প্রেসিডেন্ট।