বাণিজ্য সময় এবার ভ্রমণকারীদের কিউআর কোডের আওতায় আনতে চায় চীন
২৩-১১-২০২০, ১৩:৩২
বাণিজ্য সময় ডেস্ক

করোনাকালে বিদেশ ভ্রমণের জন্য চীন কিউআর কোড ব্যবস্থা চালু করতে চায় বলে জানিয়েছেন দেশটির চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেন, এক দেশ থেকে অন্য দেশে যেতে আগামীর নীতি কৌশলে বৈশ্বিক পর্যায়ে ছন্দ আনতে একটি যুগোপযোগী নীতিমালা দাঁড় করাতে হবে। এক্ষেত্রে কিউআর কোড পদ্ধতি ভালো ফল দেবে। এই কোডটি ভ্রমণকারীর স্বাস্থ্যের আপটেড তথ্য জানাবে।
সৌদি বাদশার সভাপতিত্বে আয়োজিত জি-২০ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে (২২ নভেম্বর) তিনি এ আহ্বান জানান।
তবে, মানবাধিকার নিয়ে কাজ আইনজীবীরা কিছুটা এর বিরোধিতা করেছেন। তাদের যুক্তি, এটা করতে গিয়ে এই কোড হয়তো রাজনৈতিক নজরদারির আওতায় ঢুকে যেতে পারে।
এই স্বাস্থ্য কোডের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে শি জিনপিং বলেন, এটা করা হবে নিউক্লিক অ্যাসিড টেস্টের ফলাফলের ভিত্তিতে। আমি বিশ্বাস করি অনেক দেশই এই কৌশল ব্যবহারে এগিয়ে আসবে এবং এই কিউআর কোড (বার কোড) মোবাইলেই পড়া সম্ভব হবে।
একই সময় আমদানি-রফতানিসহ দ্বিপাক্ষিত বাণিজ্য চালুর মাধ্যমে বিশ্ব অর্থনীতি আবার চাঙা করার আহ্বানও জানান তিনি। তবে, করোনার তাণ্ডব আবার বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি।