প্রবাসে সময় অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি উপাচার্যকে ইউডব্লিউএর সংবর্ধনা
২৩-১১-২০২০, ০৩:১২
ওয়েব ডেস্ক

অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়া, অধ্যাপক অমিত চাকমাকে সংবর্ধনা দিল ইউডব্লিউএ বাংলাদেশি কমিউনিটি।
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, কর্মরত বাংলাদেশি এবং অ্যালামনাইদের সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়টিতে গত জুলাইয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক অমিত চাকমা।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি নিজের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করাকে যে কোন সাফল্যের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নাচে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতিকে।