মহানগর সময় এতিমখানার শিক্ষকসহ ৪ জনকে আটকের পর বিক্ষোভ
২২-১১-২০২০, ২১:০৭
মহানগর সময় ডেস্ক

অর্থ আত্মসাৎ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই শিক্ষকসহ ৪ জনকে আটকের পর রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশু কিশোররা তাদের মুক্তি দাবিতে বিক্ষোভ করেছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে আজিমপুরে এতিমখানার সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিশোরকে আটক করতে গেলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে শিশু-কিশোররা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়। ষড়যন্ত্রমূলকভাবে দুজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন এতিম শিশু-কিশোররা।
এর আগে, গত বুধবার শরীর চর্চার শিক্ষক হারুণ অর রশিদের বিরুদ্ধে লালবাগ থানায় অভিযোগ দায়ের করেন এতিমখানার তত্ত্বাবধায়ক বডির সদস্যরা। এতিমখানার ১২টি দোকান বরাদ্দ দিয়ে প্রতিটি দোকান থেকে আড়াই থেকে ১৫ লাখ টাকা জামানত তুলে তা আত্মসাতের অভিযোগ করেন তারা। এরপর রোববার দুপুরে হারুন অর রশিদ ও তার সহযোগীদের আটক করে পুলিশ।