মহানগর সময় সিলেটের ৩ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর
২২-১১-২০২০, ২০:০২
ইকরামুল কবির

প্রথম ধাপে সিলেটসহ দেশের ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ নভেম্বর) বিকেলে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। ইসি সচিব জানান, প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
আরো পড়ুন: ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।