মহানগর সময় ‘গোল্ডেন মনিরের সঙ্গে রাজউকের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে’
২২-১১-২০২০, ১৮:৩২
মহানগর সময় ডেস্ক

গোল্ডেন মনিরের প্লট জালিয়াতির পেছনে রাজউকের কারো সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।
রোববার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। রাজউকের দুর্নীতি ও অনিয়ম বন্ধে শুদ্ধি অভিযান চালানোর কথাও জানান তিনি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাঈদ নূর আলম বলেন, 'এগুলো আমরা তদন্ত করব। তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুদ্ধি অভিযান চালানো হবে। নতুন করে শুদ্ধি অভিযান পরিচালনা করে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।