বাণিজ্য সময় নওগাঁয় মাছের দাম কমছে
২২-১১-২০২০, ১১:৪৭
এম আর রকি
নওগাঁর আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। এতে সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। আর এসব মাছ বিক্রির জন্য পাইকারি আড়তে আসে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সান্তাহার বাইপাস আড়তে, বাড়তে থাকে মাছের সরবরাহ। পাইকারদের হাঁকডাকে জমে উঠে বেচাকেনা।
মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে চাষ করা মাছের। গেল সপ্তাহের চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে এসব মাছের দর। এতে মাছ চাষিরা হতাশ হলেও খুশি ক্রেতারা ।
পুকুরে চাষ করা মাছের খাবারের দামের তুলনায় মাছের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান চাষিরা।
ব্যবসায়ীরা বলছেন, এবার কয়েক দফা বন্যায় বিল জলাশয়ে মাছ বাড়ায় তার প্রভাবেই বাজারে মাছের সরবরাহ বেড়েছে বলে জানান সান্তাহার পৌর আড়ৎ সমিতির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া।
জেলার মৎস্য কার্যালয়ের তথ্য মতে, জেলায় ৭৮ হাজার মেট্রিক টন মাছ উপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার তা ছাড়িয়ে যাবে। আর ১৮ হাজার নিবন্ধিত চাষি মাছ উৎপাদনে জড়িত।