বাণিজ্য সময় উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল নগদ
২২-১১-২০২০, ১১:৩১
বাণিজ্য সময় ডেস্ক

উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২০ পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা নগদ।
সম্প্রতি নগদ'কে তথ্য প্রযুক্তি খাতের অলিম্পিক খ্যাতএই অ্যাওয়ার্ডটি দিয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালয়েন্স। বাংলাদেশ কম্পিউটার সমিতি অ্যাওয়ার্ডের জন্য এ বছর নগদের নাম প্রস্তাব করে।
অ্যাওয়ার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।