বাণিজ্য সময় নাটোরে যাত্রা শুরু পুনাকের
২১-১১-২০২০, ২১:৩১
আল মামুন

নিজেদের তৈরি পণ্য নিয়ে নাটোরে যাত্রা শুরু করেছে পুলিশ নারী কল্যাণ সমিতির দোকান 'পুনাক শোরুম'।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা মাঠ সংলগ্ন পুলিশের নিজস্ব মার্কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ও নাটোরের পুলিশ সুপারের পত্নী সুমনা সাহা।
পুলিশ সদস্যদের হাতে তৈরি গৃহসজ্জা ও ব্যক্তিগত সাজসজ্জার বাহারি পণ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি নজর কেড়েছে সাধারণ মানুষ থেকে সমাজের বিত্তশালী সৌখিন মানুষদের।
মূলত নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সদিচ্ছা আর পুলিশ কর্মকর্তাদের সহধর্মিনীদের চেষ্টায় পূর্ণতা পেয়েছে শোরুমটি। অচিরেই শোরুমটি আরো সমৃদ্ধ হবে বলে জানান উদ্যোক্তারা।
পুনাক সভানেত্রী সুমনা হক জানান, পুনাক শোরুম থেকে অর্জিত মুনাফার সিংহ ভাগ ব্যয় করা হবে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত দুস্থ মানুষের কল্যাণে। যা আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মীর আসাদুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।