প্রবাসে সময় আয়ারল্যান্ডে অতিথি পাখির আগমন
২১-১১-২০২০, ১৬:৪৭
সৈয়দ জুয়েল

আয়ারল্যান্ডে শীত আসার সাথে সাথে বাড়ছে অতিথি পাখির আগমন। পাখির কিচিরমিচির শব্দে এখন মুখর আটলান্টিক এবং এর আশেপাশের জলাধারগুলো। সমুদ্র ও লেকগুলোতে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখি।
পাখির কলকাকলিতে মুখর আটলান্টিকের সৈকত এবং এর আশপাশের লেকগুলো। ঝাঁক ঝাঁক অতিথি পাখির ডানার ভর করে শীত আর প্রকৃতি মিলেমিশে একাকার এখানে।
পাখিদের কিচিরমিচির শব্দ আর ঢেউ দোলানো নৃত্যে নিজেদের মন জুড়িয়ে নিতে হাজির হন বহু পর্যটক। প্রতিবছরই শীতের শুরু থেকেই আয়ারল্যান্ডের সমুদ্র উপকূলগুলোতে আশ্রয় নেয় বহু অতিথি পাখি।
হাজার হাজার পাখি একসাথে জড়ো হয়ে থাকলেও, নেই কারো সাথে কোনো বিরোধ। আপন মনে ঘুড়ে বেড়িয়ে মানবজাতিকে আনন্দের পাশাপাশি ঐক্যেরও শিক্ষা দিয়ে যাচ্ছে এসব অতিথিরা।
শীত আসছে,পাখিও ভাসছে,উড়ছে মুক্ত বিহঙ্গের ন্যায়। নানান ধরনের পাখির কলকাকলিতে মুখরিত এখন প্রকৃতির চারপাশ। এমনি সুরেলা ছন্দে হারিয়ে যায় মন, উড়ে যায় দুখের সবটুকু হিমেল হাওয়া।