বাণিজ্য সময় রূপসা পাইকারি বাজারে কমছে মাছের দাম
২১-১১-২০২০, ১১:৩৪
মো. তরিকুল ইসলাম
সরবরাহ বেশি থাকায় খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে কমতে শুরু করেছে মাছের দাম। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সামুদ্রিক, দেশি ও হাইব্রিড প্রজাতির মাছ নদী ও সড়ক পথে আসছে দক্ষিণাঞ্চলের বড় এ বাজারে। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে সরগরম বাজারটি।
ভোরের আলো ফুটতেই শুরু হয় খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা। সামুদ্রিক মাছের প্রচুর সরবরাহ বেড়েছে এ বাজারে।
এছাড়া শীত মৌসুমের শুরুতে পুকুর ও ঘেরে পানি শুকিয়ে যাওয়ায় দেশি মাছও পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। প্রকারভেদে মাছের কেজি প্রতি দাম কমেছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। কম দামে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, অন্যান্য বছর জেলার বাইরে থেকে বিপুল সংখ্যক ক্রেতা এলেও করোনার কারণে এ বছর কমেছে। বিক্রি কমে যাওয়ায় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না জানান তারা।
স্থানীয় চাহিদার পাশাপাশি খুলনা থেকে বিভিন্ন দেশে মাছ রপ্তানি করা সম্ভব বলে আশা সংশ্লিষ্টদের।