বাণিজ্য সময় বিশ্বের ধনী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
২০-১১-২০২০, ২৩:৪৩
বাণিজ্য সময় ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের ভিত্তিতে ২০২০ সালে বিশ্বের বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
তালিকায় ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৩তম। বাংলাদেশের পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার। তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান।
ভারতের অবস্থান ১২৪তম। দেশটির পিপিপি জিডিপি ৮৩৭৮ ডলার। আর পাকিস্তানের অবস্থান ১৩৮তম। দেশটির পিপিপি জিডিপি ৫৮৭২ ডলার।
অপরদিকে, বিশ্বের সবচেয়ে গরিব ১০ দেশের বিবরণ এখানে তুলে ধরা হলো:
# বুরুন্ডি। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৭২৭ ডলার।
# সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৮২৩ ডলার।
# কঙ্গো। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৮৪৯ ডলার।
# ইরিত্রিয়া। এদেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১০৬০ ডলার।
# নাইজার। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১১০৬ ডলার।
# মালায়ি। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১২৪০ ডলার।
# মোজাম্বিক। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৩০৩ ডলার।
# লাইবেরিয়া। এ দেশে দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৪১৪ ডলার।
# দক্ষিণ সুদান। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৬০২ ডলার।
# সিয়েরা লিওন। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৬৯০।