বাণিজ্য সময় রাজশাহীতে মাছের দাম কমেছে
২০-১১-২০২০, ১১:৩৮
সাইফুর রহমান রকি
রাজশাহী নওদাপাড়া পাইকারি আড়তে সরবরাহ বাড়ায় সব ধরনের মাছের দাম কমেছে। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ মৎস্য চাষিদের।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী নওদাপাড়া মাছের আড়তে বেড়েছে পুকুরে চাষ করা মাছের সরবরাহ। এতে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, সিলভার কার্পসহ সব ধরনের মাছের দাম কমেছে।
দাম কম হওয়ায় আড়তে মাছ কিনতে আসা ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অসন্তুষ্ট মাছ চাষি ও ব্যবসায়ীরা।
কয়েকজন ক্রেতা বলেন, ‘পাইকারিরা যে দামে পায় আমরাও সে দামে পায়। একটু সাশ্রয়ে পায়। মাছ কম দামে পাওয়া যায় বলেই এখানে আসছি। আমদানি বেশি কিন্তু বিক্রি কম।’
তবে বাজারে চাহিদা থাকায় ভিন্ন চিত্র ছিল নদী-নালা খাল-বিলের মাছের দামের ক্ষেত্রে।
কয়েকজন ব্যবসায়ী বলেন, আমদানি ভালো আছে তাই দাম আশা অনুযায়ী আমরাও ভালো পাচ্ছি। এখানে যেহেতু সব রকমের মাছ পাওয়া যায় তাই ভালো হয়।
ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এই আড়ত থেকে প্রতিদিন পাইকারি দরে মাছ কিনে শহরের অলিগলি আর স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন।
কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বাজার ভালো হলে ব্যাপারীরা বেশি মাছ ধরে। সেক্ষেত্রে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বিক্রি হয়।
মাছের সরবরাহ বেশি থাকলে এই আড়তে প্রতিদিন গড়ে প্রায় ৪০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। এখনকার তাজা মাছ ট্রাকযোগে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।