চাকরি ফিল্ম আর্কাইভে বিভিন্ন পদে চাকরির সুযোগ
১৯-১১-২০২০, ২১:১২
চাকরি সময় ডেস্ক

বিভিন্ন পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
ফিল্ম ইনভেস্টিগেটর পদে এই প্রতিষ্ঠানে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
টেলিফোন অপারেটর পদে নেওয়া হবে একজনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে প্রার্থীকে।
একজন নেওয়া হবে স্টোর কিপার পদে। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে দুইজন।
এছাড়া মোটর ড্রাইভার নেওয়া হবে একজন, ইলেকট্রিশিয়ান একজন, অফিস সহায়ক একজন ও নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন।
আগ্রহী প্রার্থীরা www.bfa.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে ১৯ নভেম্বর সকাল ১০ টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।