বাণিজ্য সময় ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট কিনবে সরকার
১৯-১১-২০২০, ১১:৩০
বাণিজ্য সময় ডেস্ক
জরুরি প্রয়োজনে ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল কিনবে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়।
শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া, শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সেবা সংগ্রহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় কমিটি।