শেয়ার বাজার ডিএসই’তে লেনদেনে প্রি-ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু
১৯-১১-২০২০, ১১:১৮
বাণিজ্য সময় ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই’তে লেনদেনে প্রি-ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু করা হয়েছে। নতুন এ সেশন চালু হওয়ায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ডিএসই'র অফিস চালু থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এই পদ্ধতিতে প্রত্যেক কার্যদিবস শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শেয়ার কেনাবেচার প্রস্তাব এবং লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী দরে শেয়ার কেনাবেচা করা যাবে।
ডিএসইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা। এ সেশনে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা বিক্রেতার হাঁকা দরই কোনো শেয়ারের স্ট্যান্ডার্ড ওপেনিং প্রাইস হবে। সকাল ১০টা থেকে নিয়মিত সেশনটি চালু হবে।
এদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষে ১০ মিনিট থাকবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনও শেয়ার দর প্রস্তাব করতে না পরালেও ক্লোজিং প্রাইসে কেনাবেচার সুযোগ পাবেন।