বাংলার সময় ‘শওকত আলীর আদর্শ-আ.লীগের আদর্শে কোনো পার্থক্য নেই’
১৮-১১-২০২০, ১৪:৪৭
মফিজুর রহমান রিপন

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শের সঙ্গে কোনো পার্থক্য নেই। তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনায় এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় নড়িয়ার স্বাধীনতা ভবনে শওকত আলীর পরিবার পরিজনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাতীয় বীর মরহুম শওকত আলীর স্ত্রী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান, ৭১ ফাউন্ডেশনের উপদেষ্টা মাজেদা শওকত আলী ও তার ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সঙ্গে দেখা করেন ও তাদের খোঁজখবর নেন মন্ত্রী। এসময় নড়িয়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী শুক্রবার জুম্মাবাদ নড়িয়া ও সখিপুরের সকল মসজিদে পরিবার ও দলের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা মামলার ২৬তম অভিযুক্ত ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন।