প্রবাসে সময় কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
১৪-১১-২০২০, ১৯:৪১
আনোয়ার হোসেন মামুন

কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা।
শুক্রবার রাতে রাজধানী দোহারের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হকের সভাপতিত্বে দিলীপ কুমার ছোটনের সঞ্চালনায়।
সেখানে বক্তব্য দেন- সালেহ আহমদ খোকন, প্রকৌশলী আলীম উদ্দিন, এস এম মোজাম্মেল হক, ইউসুফ সিকদার, এম নুরুজ্জামান, আবু তাহের মিয়াজি, মোকারম আলী চৌধুরী, জসিম উদ্দিন লস্কর প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঈমাম হোসেন, ফরহাদ হোসেন, কাদের মাওলা, ইয়াছিন হোসেন রনি, গোলাম মোস্তফা, জাফর আহমদ লস্কর, বেল্লাল হোসেন, আবদুল আজিজ, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, হাজী সোলাইমান, বদরুদ্দোজা চৌধুরী, দিদারুল আলম আরজু, কামাল উদ্দিন মেম্বার।
সভায় বক্তারা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।