ভ্রমণ মহাস্থানগড়ে ভিড় করছেন পর্যটকরা
১৪-১১-২০২০, ১০:২৬
মাজেদুর রহমান
প্রাচীন সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থান দেখতে ভিড় করছেন শত শত পর্যটক। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস পর পর্যটন কেন্দ্রে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। তবে আরও আধুনিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের।
দীর্ঘ পাঁচ মাস করোনায় বন্ধ থাকায় সবুজে আচ্ছাদিত বগুড়ার মহাস্থান। ফুলে ফুলে সুশোভিত সবুজ চত্বর। প্রকৃতি যেন নিজ হাতে ঝেড়ে মুছে, রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে প্রাচীন সভ্যতার এই পর্যটন কেন্দ্রটিকে। তাই নিদর্শন নয় প্রাকৃতিক সৌন্দর্যই মূল আকর্ষণ হয়ে উঠেছে।
গত ১৬ সেপ্টেম্বর খুলে দেয়া পর্যটন কেন্দ্রটি, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রত্নতত্ত্ব নিদর্শনের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ। আর বহুদিন পর পছন্দের স্থানটি দেখতে পেরে দারুণ উচ্ছ্বসিত।
আবাসন, নিরাপত্তা ও নিদর্শনগুলো ঘুরে দেখার আধুনিক ব্যবস্থা করা গেলে বিদেশি পর্যটকরাও এখানে আসবে বলে মনে করেন দর্শনার্থীরা।
আড়াই হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থানের পুণ্ড্রবর্ধন নগরী। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থানটি ছিল পরাক্রমশালী মৌর্য, গুপ্ত ও পাল রাজাদের প্রাদেশিক ও পরবর্তীকালে সামন্ত রাজাদের রাজধানী।