প্রবাসে সময় আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা নেই
১৩-১১-২০২০, ০৬:০২
শরীফ মিজান

বৈশ্বিক মহামারি করোনার কারণে আকামাধারী যে সকল প্রবাসী বাইরে বা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন, তাদের কুয়েতে প্রবেশে আর কোন বাধা নেই। তারা প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কুয়েতে প্রবেশ করতে পারবেন।
আবাসিক বিষয়ক জেনারেল প্রশাসন আরব-টাইমসকে জানিয়েছে, যারা কুয়েতের বাহিরে আছেন, তারা অনলাইনে তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করতে পারবেন।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কুয়েতের বাহিরে থাকা প্রবাসীদের নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অবশ্যই এটা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।
কুয়েত সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়া বাংলাদেশসহ ৩৪টি দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন কুটনৈতিকভাবে সমঝোতা করেন এটাও সকল প্রবাসীদের প্রাণের দাবি।