অন্যান্য সময় আয়া সোফিয়ার গ্লী আর নেই
১০-১১-২০২০, ১৮:০৫
অন্যান্য সময় ডেস্ক

তুর্কি মানুষের বিড়ালপ্রীতি সারা বিশ্বে সমাদৃত। ঠিক তেমনি তুরস্কের একটি বিড়াল রয়েছে, যে বিড়ালটি তুরস্কসহ সারা বিশ্বে আয়া সোফিয়ার সুলতান বা রাজা হিসেবে পরিচিত। বিড়ালটির নাম “গ্লী (Gli)”।
২০০৪ সালে আয়া সোফিয়া মসজিদে জন্ম নেয় বিড়ালটি। দীর্ঘ ১৬ বছরের জীবন শেষে সোমবার (৯ নভেম্বর) তুরস্কের জনপ্রিয় এই বিড়ালটি মা’রা গিয়েছে।
মূলত আয়া সোফিয়া মসজিদেই বেড়ে ওঠা গ্লীর। দর্শনার্থীরা মসজিদটিতে ঘুরতে আসলেই বিড়ালটির সাথে ছবি তুলতে পছন্দ করতেন। এমনকি বিশ্বের বড় বড় রাজনৈতিক ব্যক্তিগণও আয়া সোফিয়া পরিদর্শনে এসে বিড়ালটির সাথে ছবি তুলেছেন।
চলতি বছর আয়া সোফিয়া জামে মসজিদে নামাজ চালু হওয়ার পর থেকে মুসল্লিদের আদর-ভালবাসায় এই বিড়ালের খ্যাতি আরো বহুগুনে বৃ’দ্ধি পায়।