প্রবাসে সময় কুয়েতের বাংলাদেশস্থ দূতাবাসের কম্পিউটার সহকারীকে অব্যাহতি
০৮-১১-২০২০, ২৩:৫৫
প্রবাস সময় ডেস্ক

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সাথে দূতাবাস সম্পর্কিত কোনো যোগাযোগ না করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
রোববার (৮ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এ সংবাদ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১ নভেম্বর ২০২০ থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমতাবস্থায় দূতাবাস সম্পর্কিত কোনো বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সবাইকে নির্দেশ দিয়া হয়েছে। কি কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছুই উল্লিখিত করা হয়নি বিবৃতিটিতে।