চাকরি সময় টিভিতে নিয়োগ বিজ্ঞপ্তি
০৬-১১-২০২০, ২০:৪৭
ওয়েব ডেস্ক

দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.) বেশ কিছু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সময় মিডিয়া লি. এর সামাজিকমাধ্যম ব্যবস্থাপনা বিভাগের জন্য কয়েকজন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সময় মিডিয়া লি. সম্পর্কে...
উল্লেখ্য, সময় মিডিয়া লি. এর প্রতিষ্ঠান ‘সময় টেলিভিশন’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি টেলিভিশন র্যাংকিং ‘টার্গেট রেটিং পয়েন্ট’-এ দীর্ঘদিন ধরে বাংলাদেশে শীর্ষ অবস্থানে রয়েছে।
সময়ের অনলাইন নিউজ পোর্টাল www.somoynews.tv (সময় নিউজ) অ্যালেক্সা র্যাংকে বর্তমানে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে। সময় নিউজ এখন প্রতিদিন প্রায় তিন মিলিয়ন ভিজিট করা হয়।
এছাড়া সময় নিউজের ফেসবুকের ফেরিফায়েড পেজ https://www.facebook.com/somoynews.tv/ তুমুল জনপ্রিয়। বর্তমানে পেজটিতে ফলোয়ার রয়েছে ৯২ লাখ। সময়ের ফেসবুক পেজে পাঠক-দর্শকের অংশগ্রহণ দেশের যেকোনো ফেসবুক পেজের চেয়ে বেশি।
অন্যদিকে সময়ের ইউটিউব চ্যানেল SOMOY TVও দেশের শীর্ষ স্থানে রয়েছে। বর্তমানে এ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮০ লাখের বেশি।