বাংলার সময় লালমনিরহাটে গুজবে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৫
০৪-১১-২০২০, ২১:০৬
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাটের বুড়িমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে রংপুরের জুয়েল নামে একজনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করেছে।
গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে সন্ধ্যায় ওই এলাকার বিশেষ একটি মহলের লোকজন এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। চলমান এসব মামলায় পুলিশ পৃথক অভিযানে ৫ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত পুলিশের আবেদনে দুই দফায় তাদের ৮ জনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে ৫ জনের রিমান্ড চলছে।
লালমনিরহাট পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে রফিক নামের একজনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
২৯ অক্টোবর রাতে গ্রেফতার হওয়াদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই মূল হোতাদের গ্রেফতার করতে সক্ষম হব। সে লক্ষ্যে আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি।
এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানিয়েছেন, এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) অফিস চলাকালে মধ্যে যে কোনও সময়ে তদন্ত প্রতিবেদন তার দফতরে দাখিল করবেন।