ভ্রমণ খুলে দেয়া হলো ছেঁউড়িয়ার লালন আখড়া
২৯-১০-২০২০, ১৫:১৫
এস এম রাশেদ

অবশেষে ভক্ত আর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। লালন একাডেমির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের এ আখড়া বাড়ি। গতবছর দোল পুর্ণিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।
এ আখড়া বাড়ি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র আগেই খুলে দেয়া হলেও লালন আখড়া বাড়ি বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে আখড়া বাড়ি খুলে যাওয়ায় খুশী সাঁইজির ভক্ত ও দর্শনার্থীরা।
লালন একাডেমির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ভক্তদের কথা মাথায় রেখে আখড়া বাড়ি খুলে দেয়া হয়েছে। তবে সেখানে আসা দর্শনাথীরা- ভক্তদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।