বাণিজ্য সময় পূজায় পাঁচদিন বন্ধ বুড়িমারীর আমদানি-রফতানি
২২-১০-২০২০, ১৬:৫৪
মোফাখখারুল ইসলাম মজনু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি ৫ দিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তবে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন ভারত–বাংলাদেশের মধ্যে আমদানি–রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের চ্যাংরাবান্ধার ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
শনিবার (২৪ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর বুধবার বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
শনিবার (২৪ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর বুধবার বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এক্সপোটার অ্যাসোসিয়েশন, সি.অ্যান্ড.এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় সিদ্ধান্ত হয় বন্ধ রাখার। সিদ্ধান্ত অনুযায়ী ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি চিঠি দিয়েছে ভারত।
পত্রানুযায়ী শনি থেকে বুধবার ৫দিন বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমা জানান, আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ হলে স্থলবন্দরের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্ধর কাস্টমস কার্যালয় ২৬ অক্টোবর সোমবার ১ দিন বন্ধ থাকবে তবে অন্যান্য দিন যথানিয়মে কাস্টমস কার্যালয় খোলা থাকবে।